আইএস-এর রাজধানী রাক্কা পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াই: ফ্রান্স

জাঁ-ইভেস লে ড্রাইয়ানআইএসের কথিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরকে জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াইয়ে যাবে পশ্চিমা জোট। ২৪ মার্চ ২০১৭ শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ-ইভেস লে ড্রাইয়ান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানান।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সবসময়ই বলে আসছি রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরইমধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর। কিন্তু এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মসুল পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। গত বৃহস্পতিবার রাক্কায় অন্তত দুই দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। এতে নিহত হন শতাধিক বেসামরিক মানুষ।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আইএসের কাছ থেকে রাক্কা পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট স্বীকার করে, ২০১৪ সালের পর থেকে ২২০ জন বেসামরিক নাগরিককে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছে তারা। তবে সমালোচকরা বলছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি

এসডিএফ-এর ওয়াইপিজি বাহিনীর প্রধান বলেন, রাক্কা পুনরুদ্ধারে এপ্রিলের শুরুতে অভিযান চালাবে তারা। সূত্র : আল জাজিরা।

/এমপি/