ট্রাম্পের ‘হেলথকেয়ার’ বিল প্রত্যাহার

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘হেলথকেয়ার’ বিলের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। মূলত কংগ্রেসে বিলটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বিলটি প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

হাউজ স্পিকার পল রিয়ান জানিয়েছেন, বিল পাসের জন্য কংগ্রেসে ২১৫ ভোটের প্রয়োজন হয়। ট্রাম্পের হেলথকেয়ার বিলের প্রস্তাবে ২১৫ জন রিপাবলিকান সমর্থন দেননি তাই  তিনি এবং ট্রাম্প বিলটি প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী  ‘ওবামাকেয়ার’ বাতিল করে  ‘হেলথকেয়ার’ চালু করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। কিন্তু প্রথমেই তিনি হোঁচট খেলেন।

শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সেন স্পিসার জানান, বিলটি কংগ্রেসে পাস করতে বেলা সাড়ে তিনটার দিকে ভোট অনুষ্ঠিত হবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, ভোটের আগে রিপাবলিকানদের সতর্ক করে ট্রাম্প জানিয়েছিলেন, যদি তারা হেলথকেয়ারের পক্ষে ভোট না দেন তবে তাদের বারাক ওবামার হেলথকেয়ার নিয়েই থাকতে হবে।

গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ২৮ থেকে ৩৫ জন রিপাবলিকান ট্রাম্পের আমেরিকান হেলথকেয়ার আইনের খসড়ার বিরোধীতা করেন। 

/এসএনএইচ/