জার্মানির রাজ্য পর্যায়ের নির্বাচনে ম্যার্কেলের দলের জয়

_95323698_038676407-2

জার্মানির রাজ্য পর্যায়ের একটি নির্বাচনে জয় পেয়েছে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নির্বাচনে ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয় পান। নিকটবর্তী সোশ্যাল ডেমোক্রেট দলে পায় ২৯ দশমিক ৬ শতাংশ ভোট। চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হওয়ার আশা করছেন ম্যার্কেল। তবে বর্তমানে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে।

তবে সারল্যান্ডের এই জয়ে স্বস্তি ফিরে পেয়েছেন ম্যার্কেল। ছোট এই রাজ্যে মাত্র ১০ লাখ মনুষের বসবাস। তবু ২৪ সেপ্টেম্বর নির্বাচনের জন্য সবার চোখ ছিল শহরটিতে। ডাচল্যান্ডট্রেন্ড পোল জানায়, ২৪ মার্চের এই নির্বাচনের সময় সারাদেশের মানুষ সেটা লক্ষ্য রেখেছেন। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল ডেমোক্রেট দলের নেতৃত্ব নিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট। এরপর থেকেই দলটির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে বলে মনে করেন অনেকে।

সূত্র : বিবিসি

/এমএইচ/