ফিলিস্তিনি নারীদের পক্ষে জাতিসংঘে খসড়া প্রস্তাব পাস

ফিলিস্তিনি নারীইসরায়েলের দখলীকৃত ফিলিস্তিনি অঞ্চলের নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করতে একটি খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ওই সংবাদমাধ্যম বলছে, ওই অঞ্চলের নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফিলিস্তিনি নারীদের বর্তমান অবস্থা এবং সহায়তার প্রশ্ন’ নামে ওই প্রস্তাবটি কমিশনে তোলা হয়েছিল। ৩০ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোট দান থেকে বিরত থাকে ১২টি দেশ। একমাত্র দেশ হিসেবে ইসরায়েল প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

জাতিসংঘ প্রস্তাবে ফিলিস্তিনের চরম দারিদ্র্যও আলোচিত হয়। এতে ফিলিস্তিনের ‘বেকারত্ব, খাদ্য নিরাপত্তা, পানি সরবরাহের অভাব এবং অশোধিত পানি, বিদ্যুৎ ও জ্বালানীর অভাব, স্থানীয় সহিংসতা, শিক্ষা এবং জীবনমানসহ সেখানকার জনসাধারণের মানসিক বিপর্যস্ততা’র প্রসঙ্গ উল্লেখ করা হয়।

ওই খসড়া প্রস্তাবে গাজা উপত্যকার নারীদের বিপন্নতার ওপর জোর দেওয়া হয়।

/বিএ/