সীমান্তে বিধিনিষেধ শিথিল করলো হামাস

Gazaগাজা-ইসরাইল সীমান্তে বিধিনিষেধ শিথিল করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা মাজেন ফাকহা হত্যাকাণ্ডের জেরে ওই সীমান্ত বন্ধ করে দেয় হামাসের নেতৃত্বাধীন গাজা’র কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা পর সোমবার এ বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল বোজুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আইয়াদ আল বোজুম বলেন, সোমবার সকাল থেকে সাময়িকভাবে বেইত হানৌন ক্রসিং ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মানবিক বিবেচনায় গাজাবাসী এ পথে দেশে ফিরতে পারবেন। তবে এ ক্রসিং ব্যবহার করে গাজা ত্যাগের ওপর বিধিনিষেধ অব্যাহত থাকবে।

হামাসের নিহত জ্যেষ্ঠ নেতার নাম মাজেন ফাকহা। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল ও দেশটির মিত্রদের দায়ী করেছে হামাস নেতারা।

২৪ মার্চ ২০১৭ শুক্রবার রাতে গাজায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ৩৮ বছরের মাজেন ফাকহা। মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহত মাজেন ফাকহা’র মরদেহ নিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন শোকাহত-বিক্ষুব্ধ হাজারো গাজাবাসী। এর পরই বন্ধ করে দেওয়া হয় সীমান্তের চেকপয়েন্ট। হত্যাকাণ্ডের তদন্তে নেমেছেন হামাসের নিজস্ব গোয়েন্দারা। সূত্র: আল জাজিরা।

/এমপি/