চীনে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

nonameচীনে সোমবার পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে সোমবার একটি নির্মাণকাজ চলাকালে ক্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ভবন নির্মাণকাজের জন্য তৈরি একটি মাচা ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ দুই দুর্ঘটনার খবর জানান।

চীনা কমিউনিস্ট পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে তংচেং সিটিতে ক্রেন দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, তিন শ্রমিক একটি উন্নয়ন প্রকল্পের নির্মাণস্থলে একটি টাওয়ার ক্রেন স্থাপনের কাজ করছিল। এটি হঠাৎ পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনজনের একজন ঘটনাস্থলে এবং অপর দুজন পরে হাসপাতালে মারা যান। স্থানীয় সরকার এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

এদিকে, চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ভবন নির্মাণকাজের জন্য তৈরি একটি মাচা ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

সোমবার স্থানীয় সময় বিকেল ২ টা ৩৫ মিনিটে মচেং নগরীর বিনোদন পার্কের নির্মাণ স্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকার জানায়, ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়া আরও সাতজনকে উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা হুয়াং গুয়ান বলেন, ৩০ বর্গমিটার আয়তনের একটি মাচা পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নির্মাণ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত আট ব্যক্তিকে আটক করেছে। সূত্র: চায়না ডেইলি, সাংহাই ডেইলি।

/এমপি/