সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

জার্মানির বনে এক সম্মেলনে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীসিরিয়ার আল-শায়রাত বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ফোনে কথা বলেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এ হামলা এমন এক দেশের বিরুদ্ধে চালানো হলো, যার সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। এর ফলে কেবল উগ্রবাদীরাই সমৃদ্ধ হবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বাড়তি হুমকি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লাভরভ আরও বলেছেন, সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ৪ এপ্রিল রাসায়নিক হামলার যে অভিযোগ করা হয়েছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই।

দুই পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত পর্যায়ে সিরিয়া বিষয়ক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে টিলারসনের মস্কো সফরের কথা রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে- এমন অভিযোগে শুক্রবার একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

মস্কোর পক্ষ থেকে সিরিয়ায় মার্কিন আগ্রাসনকে রুশ-মার্কিন সম্পর্কের ওপর একটা আঘাত বলে উল্লেখ করা হয়। মস্কোর প্রতিক্রিয়ায় বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এরইমধ্যে বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।     

/এসএ/