হাডসন নদীতে মিলল যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের মরদেহ

58eef1b538a40

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার নিউই্য়র্কের হাডসন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ‍বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শিলা আব্দুস সালাম নামে ৬৫ বছর বয়সী ওই নারী নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতের সহযোগী বিচারক ছিলেন। পুলিশের মুখপাত্র জানায়, ম্যানহাটনের পশ্চিম পাশে স্থানীয় সময় পৌনে দুইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার স্থানেই তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি ওয়াশিংটনের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী যিনি আপিল বিভাগে নিযোগ পান। ২০১৩ সালে ডেমোক্রেটিক গভর্নর মারিও কুমো তাকে নিয়োগ দেন।

এক বিবৃতিতে কুমো বলেন, ‘বিচারক শিলা আব্দুস সালাম নিউইয়র্ক এর জনগণের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সকল বাধা উতরে তিনি মানুষের কাছে পৌঁছেছেন।

আমেরিকান পলিটিকাল হিস্টোরির দ্য প্রিন্সটন এনসাইক্লোপিডিয়া জানায়, আব্দুস সালাম মার্কিন আদালতের প্রথম নারী মুসলিম বিচারক। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, বুধবার তার নিখোঁজের ব্যাপারে রিপোর্ট করা হয়। তার পরিবারের সঙ্গে এখনও কথা বলা সম্ভব হয়নি।

বার্নার্ড কলেজ ও কলম্বিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা সালাম ইস্ট ব্রুকলিন লিগাল সার্ভিসে ক্যারিয়ার শুরু করেন। এছাড়া নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের সহকারী হিসেবেও কাজ করেন তিনি।

/এমএইচ/