ট্রাম্পের রুশ সংযোগ প্রথম জেনেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পব্রিটেনের গোয়েন্দারাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সংযোগ সম্পর্কে জানতে পেরেছিলেন। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব কথা জানিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দাদের একটি ঘনিষ্ঠ সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ২০১৫ সালের শেষের দিকে গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার (জিসিএইচকিউ) ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সন্দেহজনক সম্পর্কের কথা জানতে পারে। পরের ছয় মাস ট্রাম্পের ঘনিষ্ঠদের অনেক তথ্য সংগ্রহ করে ব্রিটিশ গোয়েন্দারা।

জিসিএইচকিউ সূত্র গার্ডিয়ানকে জানায়, তারা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিশেষ কোনও নজরদারি চালায়নি। তবে রুশ গোয়েন্দাদের ওপর নিয়মিত নজরদারি চালিয়েছে। ব্রিটিশ গোয়েন্দারা সন্দেহজনক গতিবিধির বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এর আগে মার্চে ট্রাম্প অভিযোগ করেন, বারাক ওবামা তার ফোনে অবৈধভাবে আড়ি পেতেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার দাবি করেছিলেন, ‘ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ আমাদের ওপর নজরদারি চালাচ্ছে।’

ওই অভিযোগের পর জিসিএইচকিউর মুখপাত্র অ্যান্ড্রু ন্যাপোলিতানো একে ‘ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেন।

ব্রিটিশ গোয়েন্দা সূত্র জানিয়েছে, ‘রুশ সংযোগ’ নিয়ে গত বছর জুলাইয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর অনুসন্ধানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বিশেষ ভূমিকা পালন করেছে।

একটি সূত্র ব্রিটিশ গোয়েন্দাদের ‘হুইসেলব্লোয়ার’ বলেও উল্লেখ করেছে।

সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সংযোগ ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখার ক্ষেত্রে দুই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই ধীরগতিতে এগিয়েছে। আর ব্রিটিশ গোয়েন্দারাই প্রথম এ বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করেছে।

/এসএ/