বোমাটি ‘মাদার অব অল বম্বস’ কেন?





nonameলম্বায় ৩০ ফুট বোমাটির ওজন ১১ টন, গায়ে লেখা রয়েছে এমওএবি। এমওএবি-র মানে হলো ম্যাসিভ অর্ডন্যান্স ওয়ার ব্লাস্ট, বাংলায় বলা যেতে পারে ব্যাপক বিধ্বংসী বায়ু-বিস্ফোরক। তবে এমওএবি-কে বিস্তৃত করলে মাদার অব অল বম্বস-ও হয়। মার্কিন সেনাবাহিনী এই নামেই ডাকে বোমাটিকে। পরমাণু বোমার বাইরে এটিই পৃথিবীর বুকে আছড়ে পড়া সবথেকে বড় বোমা। 



সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা করলো ট্রাম্প প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব (এমওএবি) পৃথিবীর বুকে ফেলা সবথেকে বড় মার্কিন বোমা। এর চেয়ে বড় বোমা বলতে তাকে অবশ্যই পারমাণবিক বোমা হতে হবে। এ কারণেই এটি ‘মাদার অব অল বম্বস’।
মার্কিন প্রশাসনের দাবি, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হল। পেন্টাগনের দাবি, আইএস ঘাঁটি নিশ্চিহ্ন করতেই এই পদক্ষেপ।
বিবিসি বলছে, ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় এই বোমাটির। তবে যুদ্ধ-আগ্রাসনের বেলায় আফগানিস্তানে প্রথমবারের মতো ব্যবহৃত হলো এটি।
/বিএ/