আফগানিস্তানে ‘সবচেয়ে বড় মার্কিন বোমা’ বিস্ফোরণের ভিডিও

আফগানিস্তানে ‘সবথেকে বড় মার্কিন বোমা’ ফেলার ভিডিওচিত্র প্রকাশ করেছে রাশিয়ান টেলিভিশন (আরটি)।

ভিডিওতে সেই হামলা:

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ নানগড়হরে একটি মার্কিন বিমান থেকে ওই বোমাটি ফেলা হয়। পেন্টাগন ও আফগান কর্তৃপক্ষ সূত্রে তারা জানিয়েছে, হামলায় ৩৬ আইএস জঙ্গি নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ কোনও বেসামরিক হতাহতের কথা বলেনি। 

সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা করলো ট্রাম্প প্রশাসন।

আফগানিস্তানে ‘সবথেকে বড় মার্কিন বোমা’ ফেলাকে সফল অভিযান আখ্যা দিয়েছেন মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনীকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে ট্রাম্প আফগান অভিযানকে মার্কিন সেনাবাহিনীর ‘স্বাভাবিক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, এই হামলা চালিয়ে তিনি ‘গর্বিত’। এদিকে, আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।

/বিএ/