সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা দ্বিতীয়

Inernet-FB-User-Analysisসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর তালিকায় তিন মাসে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি ব্যাংককে।

‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক প্রতিবেদনে গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোশ্যাল’ এবং ‘হুটস্যুট’ জানিয়েছে, ঢাকায় দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে। গত বছর তা ছিল দেড় কোটিরও বেশি।  

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপরের অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যেই ফেইসবুক ব্যবহারকারী বেশি। বিশ্বব্যাপী প্রতিমাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৮৭ কোটি। ওই ব্যবহারকারীদের ৮৭ শতাংশই মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করেন।

dhaka-digital-2017-global-overview-wb2

চলতি বছরের জানুয়ারিতে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। দুই নম্বরে ছিল মেক্সিকো। তবে চলতি মাসে মেক্সিকো নেমে গেছে চারে। জাকার্তা চার থেকে তিনে উঠে এসেছে। আর ঢাকা তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে।

সক্রিয় ফেসবুক ব্যবহারকারী দেশের তালিকায় এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দুই নম্বরে ভারত। এই তালিকার শীর্ষ দশে অবশ্য স্থান হয়নি বাংলাদেশের।  

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করেন। সেই সঙ্গে বিশ্বের অর্ধেক মানুষের রয়েছে স্মার্টফোন। বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে। বিশ্বের ২০ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন।    

/এসএ/