সিরিয়ায় বাস বহরে বোমা হামলায় নিহতের ৬৮ জন শিশু

_95661564_96b5b91c-fede-4a02-bc12-2ef98812194c

শনিবার সিরিয়ায় বাস বহরে বোমা হামলায় নিহত ১২৬ জনের মধ্যে ৬৮ জন শিশু রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সোমবার সংস্থাটি জানায়, আলেপ্পোয় বাস বহরে হামলায় নিহতদের মধ্যে অনেক ত্রাণকর্মী ও বিদ্রোহী সেনাও রয়েছে। হামলায় আহতও হয়েছেন অনেকে।

শনিবার সিরিয়ার অবরুদ্ধ শহর থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলেপ্পো শহরে প্রবেশের অপেক্ষায় থাকা বাসের বহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত চারটি শহরের অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চুক্তি অনুসারে কয়েক হাজার মানুষকে বাসে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। তবে শুক্রবার শেষ রাতের দিকে চুক্তি স্থগিত হয়ে গেলে মাঝপথে আটকা পড়েন এসব মানুষ। আল-ফৌয়া ও কেফরায়া শহরের মানুষ রাশিদিন এলাকায় অপেক্ষা করছেন। মাদায়া শহরের বিদ্রোহী ও বাসিন্দারা সরকার নিয়ন্ত্রিত রামৌসাহ এলাকায় বাসে অপেক্ষা করছেন। তাদের ইদলিব থেকে নিয়ে আসা হচ্ছিল।

সূত্র : বিবিসি

/এমএইচ