‘উত্তর কোরিয়াকে সাবধান করতেই সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা’

সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তর কোরিয়াকে একটি বার্তা পাঠাতে চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলা চালিয়ে অন্য দেশকে বার্তা পাঠানোর নীতি ন্যায়সঙ্গত নয়। সিরিয়ায় চালানো মার্কিন হামলা ছিল দায়িত্বজ্ঞানহীন। দেশটির এমন আগ্রাসী মনোভাব নিন্দনীয়। অন্যের বিষয়ে তাদের হস্তক্ষেপের অতীত ইতিহাস রয়েছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাম্মাম সুলাইমান।

তাম্মাম সুলাইমান বলেন, তারা যাই করুক; এটা একটা পরিষ্কার আগ্রাসন। তারা যদি মনে করে, একটা বার্তা পাঠানোর জন্য এ ধরনের হামলা চালানো তাদের নৈতিক দায়িত্ব; তাহলে এ বিষয়ে আর কিছু বলার নেই। কারণ, এখানে বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র কী আসলেই আন্তরিকভাবে সমাধান চায়? সেটা সিরিয়া হোক কিংবা কোরিয়াই হোক! তারা যদি বার্তা পাঠানো অব্যাহত রাখতে চায়; তাহলে আপনি একটা দায়িত্বজ্ঞানহীন দেশ বা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে পারেন না। এটা বার্তা পাঠানো নয়; এটা একটা অবস্থান নেওয়া।

এদিকে উত্তর কোরিয়ার জাতীয় দিবসে দেশটির চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। ওই পরীক্ষা ব্যর্থ হওয়ার পর এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে এ হুমকি দিলো দেশটি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কোরিয়া’র উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং-রিওল।

পিয়ংইয়ং-এ বিবিসির প্রতিনিধি জন সুডওর্থকে হ্যান সং-রিওল বলেন, আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিকভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো। যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া সর্বাত্মক যুদ্ধ করবে।

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়া সফরে থাকা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, কৌশলগত ধৈর্যধারণের দিন শেষ। উত্তর কোরিয়াকে আর সহ্য করা হবে না।

এছাড়া দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সম্মত হয়েছে ওয়াশিংটন ও সিউল। রবিবার উত্তর কোরিয়ার ৬ষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিউল পৌঁছান মাইক পেন্স।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধের পর কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা বাড়ছে। উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এমপি/