উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন ভাইস প্রেসিডেন্টের হুঙ্কার

পেন্সমার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, দেশটির পারমাণবিক হুমকি মোকাবেলায় যেকোনও পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি আবারও মনে করিয়ে দেন, ‘উত্তর কোরিয়াকে সহ্য করার সময়  শেষ। যু্ক্তরাষ্ট্র আর দেশটিকে সহ্য করবে না।’ সোমবার দক্ষিণ কোরিয়ায় সফরকালে পেন্স এ হুঁশিয়ারি দেন।

এশিয়ায় ১০ দিনের সফরের অংশ হিসেবে রবিবার দক্ষিণ কোরিয়া যান পেন্স। রবিবার উত্তর কোরিয়ায় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকাতে গিয়ে পেন্স বলেন, চীন এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে আশাবাদী তিনি। পেন্সের দাবি, কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করেছেন যে উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আর কিছু সহ্য করবে না। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে পরিস্থিতির পরিবর্তন ও শান্তি দেখতে চায়।

তিনি আরও বলেন, ‘আমরা চাই উত্তর কোরিয়া তাদের অবস্থান থেকে সরে আসুক। পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা থেকে তাদের বিরত থাকা উচিত।’

এপি জানায়, মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনী কোরীয় উপদ্বীপ নিয়ে পেন্সকে ব্রিফ করেন। ওয়াশিংটনে ট্রাম্পকে কিম জং উনকে নিয়ে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, ‘তার ব্যবহার শেখা উচিত।’

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ‘প্রয়োজনে পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ং ইয়ং।’ শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে পিয়ং ইয়ং-এ আয়োজিত সামরিক কুচকাওয়াজের একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

চীন অনেকদিন ধরেই উত্তর কোরিয়ার মিত্র ছিল। তবে আগের অবস্থান থেকে সরে এসেছে তারা। এখন একটি সমঝোতা করতে চায় চীন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘আমরা আশা করি, সিরিয়ায় আমরা যেমনটা দেখেছি সেটা হবে না। আর প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা খেয়াল রাখবেন।’

পরে পেন্স দক্ষিণ কোরিয়ার নেতা হুয়াং কিও আহনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেন, এখনও সব দরজাই খোলা আছে। পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তার জবাব দেওয়া হবে।

/এমএইচ/এফইউ/বিএ/