জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে গভর্নর নির্বাচন

ভোট দেওয়ার পর আহোক ও তার পরিবারইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান গভর্নর বাসুকি জাহাজা পুরনামা ওরফে আহোকের বিরুদ্ধে যখন ব্লাসফেমি আইনে মামলা চলছে, তখন এ নির্বাচন হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাতীয় রাজনীতির জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জনমত জরিপে জানা গেছে, এবারের নির্বাচনে বাসুকি জাহাজা পুরনামা এবং আনিস রশিদ বাসওয়েদানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম পর্বের নির্বাচনে বাসুকি জয়ী হলেও ভোটের পার্থক্য খুব বেশি ছিল না।  

কর্মকর্তারা জানিয়েছেন, জাকার্তায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিবিসির ইন্দোনেশীয় সম্পাদক রেবেকা হেনশকে জানিয়েছেন, যেসব ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উত্তেজনা থাকলেও ইন্দোনেশিয়ার রাজধানীতে এখন উৎসবের আমেজ রয়েছে।

রিজিক শিহাব

বুধবার সকালে গভর্নর বাসুকি সপরিবারে ভোট দিয়েছেন। কট্টরপন্থী দল ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের নেতা রিজিক শিহাবও সকালে ভোট দিয়েছেন।

গত নভেম্বরে আহোকের বিরুদ্ধে অভিযোগ উঠে, গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে তিনি কোরআন অবমাননা করেছেন। এ অভিযোগের কথা সামনে আসার পর মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। আহোকের বিরুদ্ধে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট।  

উল্লেখ্য, আহোক একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টান। গত ৫০ বছরে তিনিই জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও সংস্কার কার্যক্রমের জন্য তিনি খুবই জনপ্রিয়।

সাবেক গভর্নর জোকো উইডোডো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আহোক। এবার তিনি দ্বিতীয় মেয়াদে গভর্নর হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন।     

/এসএ/