উ. কোরিয়ার ব্যঙ্গচিত্রে যুক্তরাষ্ট্র কুপোকাত!

যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে নির্মিত এক উওর কোরীয় ভিডিওচিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংগীতানুষ্ঠানের শেষে ওই ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়। এতে দেখা যায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্র ধ্বংস হচ্ছে।
দেখুন সেই ভিডিও:



 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত ভিডিও ফুটেজে গত ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফুটেজ দেখানো হয়। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য দেখানো হয়, যে ক্ষেপণাস্ত্রগুলো প্রশান্ত মহাসাগর পারি দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে বিস্ফোরিত হয়। বিশাল বিশাল অগ্নিকুণ্ডে ছেয়ে যায় পুরো আকাশ। ভিডিওর শেষে মার্কিন পতাকা পুড়তে দেখা যায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানটি শেষ হওয়ার পর দর্শক ও অংশগ্রহণকারীরা উল্লাস প্রকাশ করেন। ওই অনুষ্ঠান শেষে কিম জং উনকে হাসতে দেখা যায়। তিনি সফল আয়োজনের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া সফলভাবে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধের প্রেক্ষাপটে কার্যত কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

/এসএ/বিএ/