উ. কোরীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসে উচ্চ পর্যায়ের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র

nonameউ. কোরীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের সক্ষমতা বিচারে উচ্চ পর্যায়ের দুইটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে সে দেশের সম্প্রচারমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। মে মাসে এই দুইটি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে তারা।

সিএনএন এর খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উ. কোরিয়া এবং ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা বিচারে ধারাবাহিক পরীক্ষা কর্মসূচির অংশ হিসেবেই এই পরীক্ষা সম্পন্ন হবে।

তবে মার্কিন প্রতিরক্ষা দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, এবারের পরীক্ষা কর্মসূচিতে সাম্প্রতিক উ. কোরীয় ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার সক্ষমতা বিচারকেই ওই পরীক্ষায় প্রাধান্য দেওয়া হবে।

গত ৫ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া। বরং পাল্টা হুমকি অব্যাহত রেখেছে।

/বিএ/