জঙ্গিবিরোধী গোয়েন্দা তদন্তের আওতায় ছিলেন প্যারিসের হামলাকারী

হামলার পর চ্যাম্প এলিসিস এভিনিউপ্যারিসের হামলাকারীকে আগে থেকেই চিনতো ফরাসি পুলিশ। জঙ্গিবিরোধী তদন্তের আওতায় ছিলেন তিনি। প্যারিস প্রসিকিউটর ও স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্য জানিয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্তের দাবি করা হলেও এখন পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি।

অবশ্য, এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে হামলাকারীর নাম আবু ইউসূফ আল-বালজিকি বলে উল্লেখ করা হয়েছে।

প্যারিসের সময় রাত নয়টার দিকে মধ্যাঞ্চলে পুলিশ বাসের পাশে একটি গাড়ি থেকে নেমে নির্বিচারে গুলি চালায় ওই হামলাকারী। সে সময় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই হামলাকারী নিহত হয়। 

হামলার কিছুক্ষণ পরই প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস জানান, হামলাকারীর পরিচয় তাদের জানা আছে এবং তা যাচাই করা হয়েছে। তদন্ত ও অভিযানের স্বার্থে সেসময় সন্দেহভাজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। শুক্রবার এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানিয়েছেন মলিনস।

তবে ফরাসি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সন্দেহভাজন হামলাকারীকে সম্ভাব্য ইসলামী উগ্রপন্থী হিসেবে সম্প্রতি শনাক্ত করে গোয়েন্দা সংস্থাগুলো।

/এফইউ/বিএ/