কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহত

কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা নিহততুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরাকি সীমান্তে কুর্দি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই তুর্কি সেনা সদস্য নিহত হয়েছেন। তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের ওই এলাকা থেকে উৎখাত করতে তারা অভিযান চালাচ্ছিলেন। তারা এখনও অভিযান চালাচ্ছেন বলে এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সিরনাক প্রদেশের উলুদেরে জেলায় দু’পক্ষের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আদাদোলু জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাদের অভিযানে অন্তত ৪৫ পিকেকে যোদ্ধা নিহত হয়েছেন।

১৯৮৪ সালে কুর্দি যোদ্ধাদের সশস্ত্র আন্দোলন শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই কুর্দি।   

সর্বশেষ প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি ভেঙে পড়ে ২০১৫ সালে জুলাই মাসে। এর পর থেকে তুর্কি বাহিনী তাদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে।

/এসএ/