ফিলিপাইনে আবু সাইয়াফ জঙ্গিনেতা নিহত

ফিলিপাইনের সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানমধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী ফিলিপাইনভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সাইয়াফের এক নেতা নিহত হয়েছে। শনিবার বোহোল দ্বীপে ফিলিপাইনের সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই জঙ্গি নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেস্তিতুতো পাডিল্লা জানান, সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে এক ‘আইন অমান্যকারী’ ব্যক্তি নিহত হয়েছে। তিনি তার পরিচয় প্রকাশ করেননি।

তবে বোহোলের গভর্নর এডগার চাত্তো জানান, ওই নিহত ব্যক্তি আবু সাইয়াফের জঙ্গিনেতা জোসেলিতো মেলোরিয়া। তিনি আরও জানান ওই জঙ্গিনেতা দ্বীপে অপহরণের পরিকল্পনা করছিল।

সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ওই দ্বীপে আবু সাইয়াফের সঙ্গে সংঘর্ষে তাদের নেতাসহ অন্তত ছয় জঙ্গি নিহত হয়েছে। তারা কানাডীয় ও জার্মান নাগরিকদের অপহরণের সঙ্গে জড়িত ছিল বলে সেনাবাহিনী জানিয়েছে।

আবু সাইয়াফ জঙ্গিদের অর্থের প্রধান উৎস হলো ‘মুক্তিপণ আদায়’। এ অর্থ তারা আধুনিক অস্ত্র ও নৌকা কিনতে ব্যবহার করে। ইন্দোনেশীয়, মালয়েশীয় এবং ভিয়েতনামি ছোট জাহাজ ও ট্রলার প্রায়ই আবু সাইয়াফের আক্রমণের শিকার হয়। ওই জাহাজ বা ট্রলারের নাবিক ও কর্মীদের অপহরণ করে থাকে এ জঙ্গিরা।

/এসএ/