মেক্সিকোর আকাপুলকো থেকে ৬ মরদেহ উদ্ধার

Mexico-mass-graves

মেক্সিকোর আকাপুলকোতে শনিবার ছয়টি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। রবিবার কর্মকর্তাদের বরাতে এমনটা জানায় বার্তা সংস্থা রয়টার্স। আকাপুলকো প্রসিকিউটর রিকার্ডো কুয়েভেডো জানান, মরদেহগুলো ৫ থেকে ২০ দিন আগে মাটিচাপা দেওয়া হয়। তবে তাদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেন নিতিনি।

গত ছয় বছরে গুয়েরেরোতে অনেক সহিসংতা হয়েছে। কোকেইন এবং মেটাফেটামিন এর মতো মাদকের সেখানে রমরমা ব্যবসা চলছে। গত বছর গুলিতে প্রাণ হারিয়েছে দেড় হাজারের মতো মানুষ।

এছাড়া অনেকেই নিখোঁজ হয়েছেন এবং গণকবর থেকে অনেককে ‍উদ্ধার করা হয়েছে। আগেও মেক্সিকোতে একাধিক গণকবরের সন্ধান মিলেছে। এর আগে গুয়েরেরো রাজ্যের ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেলে তাদের সন্ধান করতে গিয়ে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায় ওই রাজ্যে। দেশটিতে গুম হয়ে যাওয়ারর ঘটনাও নৈমিত্তিক। এসব ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, নিখোঁজ বা গুম যাওয়া ব্যক্তিদের সন্ধান পেতে মেক্সিকো সরকার খুব বেশি সক্রিয় নয়।

সূত্র: রয়টার্স

/এমএইচ/