মিসরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন

সিরিয়ার হামায় রুশ মদদে নিষিদ্ধ অস্ত্র ফেলছে আসাদ বাহিনী

nonameআন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা প্রদেশে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে আসাদ বাহিনী। মিসরীয় সংবাদমাধ্যম মাগটামার এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। মাগটামার দাবি অনুযায়ী, রুম বিমান বাহিনীর প্রত্যক্ষ মদদে হামায় সাদা ফসফরাস, ক্লাস্টার ও নাপাম বোমা ব্যবহার করে যাচ্ছে সিরীয় বাহিনী।

মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট মনিটর মাগটামাকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে। মাগটামার পাশাপাশি হামা মিডিয়া সেন্টার, সিরীয় অ্যাকটিভিস্টদের দেওয়া তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে মিডল ইস্ট মনিটর বলছে, বুধ আর বৃহস্পতি দুই দিনে ২০০ টি রকেট হামলা চালিয়েছে আসাদ বাহিনী। পাশাপাশি বিমান থেকেও ৭০ টি হামলা হয়েছে বলে জানিয়েছে তারা।

হামার মিডিয়া সেন্টার বলছে, ওই প্রদেশের ৩টি অঞ্চল আলিমান, হালফায়া এবং কাফারজেইটারে বিষাক্ত সাদা ফসফরাস এবং সুনির্দিষ্ট লক্ষ্যে হামলায় অক্ষম ক্লাস্টার ও নাপাম বোমা ব্যবহার করছে সিরীয় বাহিনী। আল আরাবি আল জাদিদ নামের এক সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর বলছে, রুশ বাহিনীর সহায়তায় ওই হামলা পরিচালনা করছে সিরীয় সেনাবাহিনী।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে নিহত মানুষের সংখ্যা গত বছরের এপ্রিলেই ৪ লাখে পৌঁছার কথা জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর হিসেবে সবশেষ এ বছর মার্চ পর্যন্ত  মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। গৃহযুদ্ধে ঘর হারিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত ধর্মী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। আর রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়াও আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রক্সি যুদ্ধে মেতে ওঠেছে বলে অনেকেই মনে করেন। 

/বিএ/