মিসরে সামরিক অভ্যুত্থানের সময়কার ২০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

 

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভকারীরা কায়রোতে একটি পুলিশ স্টেশনে হামলা চালায়২০১৩ সালের আগস্টে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেশ ক’জন পুলিশ সদস্য। এমন ১৩ জন পুলিশ সদস্যকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ২০ বিক্ষোভকারীকে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরীয় সেনাবাহিনী। তখনকার সেনাপ্রধান ফাত্তাহ আল সিসি দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই আগস্টে মুসলিম ব্রাদারহুড বিক্ষোভে নামলে প্রায় ১০০০ মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারান। প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা কায়রোর একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এতে বেশ ক’জন পুলিশ সদস্য নিহত হন।   সেই সময়ের ১৩ পুলিশ সদস্যকে হত্যার দায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরীয় আদালত।

সেবছর ২০১৩ সালের শেষের দিকে এই ঘটনায় অভিযুক্ত ১৮৩ জনকে ফাঁসির আদেশ দেয় কায়রোর একটি আদালত। তবে গত বছর আন্তর্জাতিক চাপে উচ্চ আদালতে রায়টি খারিজ হয়ে যায়। রায়ে ১৪৯ জনের ব্যাপারে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সেই ১৪৯ জনের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি বিচারিক কর্মকর্তা। তিনি বলেন, বাকিদের ব্যাপারেও জুনে সিদ্ধান্ত নেওয়া হবে।  এই ফাঁসির আদেশ এখন গ্র্যান্ড মুফতির কাছে পেশ করা হবে।

/এমএইচ/বিএ/