ফিলিস্তিনি কিশোরীর নির্মম হত্যাকাণ্ডের তদন্ত বন্ধের ঘোষণা ইসরায়েলের

02১৪ বছরের ফিলিস্তিনি তরুণী হাদিল ওয়াজিহ আওয়াদ। ২০১৫ সালের নভেম্বরে পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ইসরায়েলের এক পুলিশ সদস্যের গুলিতে তার মৃত্যু হয়। যথারীতি ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, হাদিল এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করতে চেয়েছিল। যদিও ওই সেনার কোনও জখমের চিহ্ন পাওয়া যায়নি। হাদিলের মৃত্যুর ঘটনায় তখন ব্যাপক সমালোচনার মুখে এ হত্যাকাণ্ডের তদন্তের ঘোষণা দেয় ইসরায়েল। তবে এখন দেশটির কর্তৃপক্ষ বলছে, তারা ওই হত্যাকাণ্ডের তদন্ত বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থল অতিক্রমের সময় সেনারা হাদিলকে লক্ষ্য ছুঁড়লে তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সঙ্গে থাকা হাদিলের ১৬ বছরের জ্ঞাতিবোন নুরহান আওয়াদ। হাসপাতালে নেওয়ার পর তার পেটে দুটি বুলেট পাওয়া যায়। পরে আহত নুরহান আওয়াদকে কথিত ছুরিকাঘাত চেষ্টার দায়ে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

/এমপি/