সিরিয়ায় নিহত ব্রিটিশ জঙ্গি যুক্তরাজ্যের জন্য মারাত্মক হুমকি ছিল

রিয়াদ খানআইএস-এর কথিত রাজধানী সিরিয়ার রাক্কায় ২০১৫ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ব্রিটিশ জঙ্গি রিয়াদ খান তার নিজ দেশের জন্য বিপজ্জনক ছিল। চলতি সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে বলা হয়, নিহত রিয়াদ খান দেশের জন্য ‘মারাত্মক হুমকি’ ছিল।

রিয়াদ খান নিহত হওয়ার পর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে  জানান, রিয়াদ খানকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। সে যুক্তরাজ্যে ‘বর্বর’ হামলা চালানোর পরিকল্পনা করছিল। এ কারণেই তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাক্কা প্রদেশে রিয়াদকে বহনকারী গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়, নিহত রিয়াদ খানের জন্ম যুক্তরাজ্যের কার্ডিফে। সে সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করছিল। গোয়েন্দা প্রতিবেদনে যা এসেছে; তাতে রিয়াদ খান যে যুক্তরাজ্যের জন্য  মারাত্মক হুমকি ছিল সে ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই।

/এমপি/