সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ-নাইজেরিয়া : সেনাপ্রধান

vllkyt4me9pbaq9ko.f4062256



সামরিক ও অর্থনৈতিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ ও নাইজেরিয়া। বুধবার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে উদ্ধৃত করে আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম অল আফ্রিকা এই খবর জানিয়েছে।
অল আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি অসিনবাজোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে বাংলাদেশের সেনাপ্রধান দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের কথা জানান ।
তিনি বলেন, ‘আমি মাত্রই ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি। এর আগে তাদের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছি আমি। আলোচনায় আমরা দুই দেশের সামরিক বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতে কী দ্বিপাক্ষিক পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে কথা বলেছি। তিনি আরও বলেন, ‘আমরা আলোচনা করেছি কিভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা যায়।’
বাংলাদেশ ও নাইজেরিয়ার সামরিক সম্পর্ক অনেক শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘নাইজেরিয়া তাদের অনেক সামরিক কর্মকর্তাকে বাংলাদেশে প্রশিক্ষণের জন্য পাঠায়। আমি মনে করি আমার এই সফরকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমাদের অন্যান্য বিষয়েও সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো।’
/এমএইচ/বিএ/