ভারতে প্রতি তিন বিদেশি রোগীর একজন বাংলাদেশি

1432314132-7099

বিভিন্ন দেশের মানুষের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ চিকিৎসা নিতে যান বাংলাদেশ থেকে।  ২০১৫-১৬ সালে দেশটিতে চিকিৎসা নিয়েছে ৪ লাখ ৬০ হাজার বিদেশি। এদের মধ্যে ১ লাখ ৬৫ হাজারই গিয়েছিলেন বাংলাদেশ থেকে। সেই হিসেবে মোট বিদেশি রোগীর মোটামোটি এক তৃতীয়াংশই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকেন। 

বিজনেস স্ট্যান্ডার্ড এর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫-২০১৬ সালে বাংলাদেশ থেকে অন্তত ৫৮ হাজার মেডিকেল ভিসা দেওয়া হয়েছে। প্রায় ৩৪ কোটি টাকার চিকিৎসা সেবা নিয়েছেন তারা। দেশটির ডিরোক্টোরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টিলিজেন্স এন্ড স্ট্যাটিসটিকস্ এর পরিসংখ্যান থেকে এসব কথা জানায় বিজনেস স্ট্যাান্ডার্ড। এর বাইরে যারা চিকিৎসা নিয়েছেন তারা বেড়াতে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। 

২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি বিদেশি ছিল বাংলাদেশ থেকে। আগে এই সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে বেশি ছিল। ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতা বাস ও ট্রেন চালু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশি পর্যটক সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ২০১৬-১৭ অর্থবছরে ৮৯০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বাংলাদেশের পর সবচেয়ে বেশি মেডিকেল ভিসা পেয়েছে আফগান নাগরিকরা (২৯,৪০০) এরপর ইরাক(৯১৩৯) ও নাইজেরিয়া (৫৯৯৪)।

সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাকিস্তানিরা। তাদের প্রত্যেক রোগীর খরচ হয়েছে প্রায় ২ হাজার ৯০৬ ডলার।

প্রতিবেদনে আরও জানা যায়, অর্থপেডিক, কার্ডিওলোজি ও নিউরোলোজির জন্যই বেশিরভাগ রোগী ভারতে যান। 

/এমএইচ/বিএ/