কাশ্মিরে জঙ্গি হামলায় তিন ভারতীয় সেনা নিহত

 

indian-army-generic-afp_650x400_51449863673

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার (লাইন অফ কন্ট্রোল) কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা হয়েছে। হামলায় তিনজন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মাঝে একজন সেনা কর্মকর্তাও ছিলেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বসেব কথা জানা গেছে। নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন আইয়ুশ।

প্রতিবেদনে নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এসময় তিনজন ভারতীয় সেনা নিহত হন। হত্যা করা হয় হামলাকারী দুই সন্ত্রাসীকেও।

 দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, চৌকিবালের পানজাম এলাকায় তাণ্ডব চালানো শুরু করে সন্ত্রাসীরা। বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সেনা ও দুই সন্ত্রাসী নিহত হন।

এছাড়া আহত পাঁচ ভারতীয় সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্নেল কালিয়া বলেন, সন্ত্রাসীরা শ্রীনগরের উত্তর পশ্চিমাঞ্চলে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে। এই মুহূর্তে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সেনাবাহিনী।  বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে পাকিস্তান ভিত্তিক সংগঠন জাইশ ই মোহাম্মদ থেকে এই হামলা চালানো হয়েছে। কেউ বলছেন ফিদায়িন জঙ্গিরা এই হামলা চালিয়েছে। তবে এখনো কেউ নিশ্চিত করে নি কিংবা হামলার দায়ও স্বীকার করেনি। গত বছর উরিতে এমনই এক হামলায় ১৯ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন।

/এমএইচ/বিএ/