মেলানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইভানকা

ছবিতে বাম দিকে ইভানকা, ডানে মেলানিয়ামার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার সৎ মেয়ে ইভানকা ট্রাম্প। বুধবার এক টুইটার পোস্টের মাধ্যমে মেলনিয়াকে শুভেচ্ছা জানান ইভানকা।

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে বুধবার নিজের প্রথম জন্মদিন পালন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজের এক খবরে বলা হয়েছে, জন্মদিন উদযাপন করতে ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন তিনি। হোয়াইট হাউসেও তার জন্মদিন উদযাপিত হয়েছে।

মেলানিয়ার জন্মদিন উপলক্ষে টুইটার পোস্টে ইভানকা লিখেছেন,  ‘শুভ জন্মদিন আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আমাদের জন্য আদর ও মমতার চমৎকার উদাহরণ তুমি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রীর মেয়ে ইভানকা। টুইট বার্তায় ৪৭ বছর বয়সী সৎ মাকে এমন চমৎকার করে শুভেচ্ছা জানালেও তাদের সম্পর্ক খুব একটা ভালো নয় বলে গুঞ্জন রয়েছে।

বিভিন্ন সময় সংবাদমাধ্যমে উঠে এসেছে ইভানকার সঙ্গে মেলানিয়ার বিবাদপূর্ণ সম্পর্কের কথা।  মেলানিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ভ্যানিটি ফেয়ারের প্রবন্ধে দুটি অজ্ঞাত সূত্রের বরাতে মা-মেয়ের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়াও গুঞ্জন রয়েছে, তারা দু’জন নাকি কখনও একসাথে কোথাও যেতে চান না।

তবে মা-মেয়ে দু’জনকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। হোয়াইট হাউস মেলানিয়া-ইভানকার খারাপ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে। সেখানকার একজন মুখপাত্র দাবি করেন, বরং তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

ফার্স্ট মেলানিয়া বুধবার (২৬ এপ্রিল) ৪৭ বছর বয়সে পা রেখেছেন। তিনি মডেলিং পেশায় যুক্ত।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মিডটাউনে ট্রাম্প টাওয়ারেই থাকেন মেলানিয়া। তবে জন্মদিন উদযাপনে তিনি ওয়াশিংটনের জাতীয় আর্ট গ্যালারিতে গিয়েছিলেন। সেখানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের স্ত্রী কারেন পেন্সের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। টুইটারে এই অভিজ্ঞতা শেয়ারও করেছেন।

হোয়াইট হাউসেও তার জন্মদিন উদযাপিত হয়েছে। সেখানে তিনি মধ্যাহ্নভোজে আসা অতিথিদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করেন। তবে কোনও সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত খবর প্রকাশের জন্য।

/বিএ/