ইন্দোনেশিয়ায় বাল্যবিয়ের বিরুদ্ধে নারী ইসলামি চিন্তাবিদদের বিরল ফতোয়া

_95815603_ulama2

ইন্দোনেশিয়ায় বাল্য বিয়ের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন দেশটির নারী ইসলামি চিন্তাবিদরা। এটা খুবই বিরল ঘটনা কারণ সাধারণত দেশটির সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল থেকে ফতোয়া জারি করা হয়ে থাকে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়.  নারীদের এই ফতোয়া আইনগতভাবে সিদ্ধ না হলেও নিশ্চিতভাবেই এটা প্রভাব রাখবে। চিন্তাবিদরা সরকারকে মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স  ১৬ থেকে ১৮ করার আহ্বান জানিয়েছে।

তারা জানান, ‘নারী চিন্তাবিদরা ভালো জানেন একজন নারীকে কত ঝামেলার ও সমস্যার মুখোমুখি হতে হয়। সরকারের জন্য অপেক্ষা না করে আমরাই পদক্ষেপ নিতে চাই।’

জাভা দ্বীপের সিরেবনে অনুষ্ঠিত এই সম্মেলনটি নারী চিন্তাবিদদের প্রথম সম্মেলন। জাতিসংঘের মতে, দেশটিতে প্রতি চারজন নারীর একজন ১৮ বছর হওয়ার আগেই বিয়ে করে।

পরিসংখ্যান তুলে ধরে নারী চিন্তাবিদরা জানান, অনেক ইন্দোনেশিয়ান কিশোরী বধূ বিয়ের পর পড়ালেখা করতে পারে না এবং প্রায় অর্ধেকেরই বিবাহ বিচ্ছেদ ঘটে।

/এমএইচ/