ব্রেক্সিট নিয়ে ইইউর নীতিনির্ধারণী বৈঠক, থাকছে না ব্রিটেন

ইইউ নেতাদের ডোনাল্ড টাস্কের চিঠিব্রেক্সিটের বিষয়ে যৌথ নীতিমালা নির্ধারণের জন্য বৈঠকে মিলিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য। তবে ব্রিটেন এতে অংশগ্রহণ করছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইইউ চাইছে যে কোনও রকমের বাণিজ্য চুক্তির আগে, আঞ্চলিক এ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে। তবে ৮ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আগে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে না বলে জানা গেছে।

ইইউর ২৭ সদস্য দেশের নেতাদের কাছে লেখা এক চিঠিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে ইইউর যে কোনও সম্পর্ক নির্ধারণের আগে ‘জনগণ, অর্থ ও আয়ারল্যান্ডের’ বিষয়ে চুক্তিতে আসতে হবে।

তবে যুক্তরাজ্য জানিয়েছে, বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা কোনও কালক্ষেপণ করতে চান না।

এর আগে গত ৩১ মার্চ ব্রেক্সিট সম্পর্কে একটি খসরা নীতিমালা প্রকাশ করেছিল ইইউ।

ডোনাল্ড টাস্ক তার ওই চিঠিতে বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আগে আমাদের অতীতকে বুঝে নেওয়া দরকার।’  

এ ক্ষেত্রে টাস্ক তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

১। যুক্তরাজ্যে বসবাসকারী ইইউভুক্ত দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা।

২। যুক্তরাজ্যকে আর্থিক বিধি-নিষেধের বিষয়ে একমত হতে হবে।

৩। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কঠোর সীমান্ত না রাখতে যুক্তরাজ্যকে একমত হতে হবে। উল্লেখ্য, আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র একটি সার্বভৌম রাষ্ট্র। অপরদিকে ওই দ্বীপের একাংশ উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ।

টাস্ক বলেছেন, ‘মূল বিষয়গুলোতে অগ্রগতির আগে আমরা যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যতের কোনও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবো না।’  

/এসএ/