ইরানি জেম টিভির প্রতিষ্ঠাতাকে তুরস্কে গুলি করে হত্যা

সাইদ কারিমিয়ানইরানি টেলিভিশন চ্যানেল জেম টিভি-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ কারিমিয়ানকে তুরস্কের ইস্তানবুলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার কুয়েতি ব্যবসায়িক অংশীদারও নিহত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইস্তানবুলের মাসলাক এলাকায় সাইদ কারিমিয়ান নিহত হন। যে গাড়িটি ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে সে গাড়িটিও পরে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তুর্কি পুলিশ।

অতীতে ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে কারিমিয়ানের অনুপস্থিতে তার বিরুদ্ধে তেহরান আদালতে বিচার হয়। তাকে ছয় বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

জেম টিভি পার্সি ভাষায় সম্প্রচারিত হয়। বিদেশি ও পশ্চিমা শো গুলোকে পার্সি ভাষায় রূপান্তরিত করে তা ইরানে সম্প্রচার করে জেম টিভি। শুরুতে লন্ডনে প্রতিষ্ঠিত হওয়া জেম গ্রুপ বর্তমানে দুবাই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। জেম গ্রুপের ওয়েবসাইটের তথ্যকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এ গ্রুপের ১৭টি পার্সি ভাষার চ্যানেল রয়েছে। এছাড়া কুর্দি, আজেরি ও আরবি ভাষায় একটি করে চ্যানেল রয়েছে।

/এফইউ/