ট্রাম্পের পরিবেশবৈরী অবস্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

nonameজলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের ক্ষমতা নেওয়ার শততম দিনে এই প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এসব কথা জানা যায়।

বিবিসি জানিয়েছে, শনিবার ট্রাম্পবিরোধী বিক্ষোভ মিছিলে ওয়াশিংটন জনতার সাগরে রূপান্তরিত হয়। কংগ্রেস থেকে হোয়াইট হাউস হয়ে ওয়াশিংটন মনুমেন্টে গিয়ে শেষ হয় ওই মিছিল। ট্রাম্প এদিন ওয়াশিংটনে ছিলেন না। পেনসেলভেনিয়ায় নিজের ক্ষমতার শততম দিন উদযাপন করছিলেন তিনি।

গত ২৮ মার্চ (মঙ্গলবার) বিগত ওবামা প্রশাসনের নেওয়া বেশ কিছু পরিকল্পনা বাতিল করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। কার্বন নিঃসরণের কারণে বেড়ে যাওয়া বৈশ্বিক উষ্ণতাকে সীমিত রাখতে পূর্ববর্তী ওবামা প্রশাসনের ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ পরিকল্পনা বাতিল করে ‘এনার্জি ইন্ডিপেন্ডেন্স এক্সিকিউটিভ অর্ডার’ নামে নতুন নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত প্যারিস চুক্তির উল্লেখ নেই। এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার ঐতিহাসিক সেই প্যারিস-সমঝোতা সংশয়ের মুখে পড়ে।

এই প্রেক্ষাপটেই বিক্ষোভের সিদ্ধান্ত হয়। মিছিলে অংশ নেওয়া মানুষ অনাগত প্রজন্মের স্বার্থে প্যারিস চুক্তি মেনে চলার দাবি জানান।

/বিএ/