ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট স্থগিত করলো টুইটার

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি’র একটি অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার। বিভিন্ন ভাষায় তার একাধিক টুইটার অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে শুধু আরবি ভাষার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। তবে ইংরেজি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায় থাকা তার অন্য অ্যাকাউন্টগুলো স্বাভাবিক রয়েছে। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইরানের সর্বোচ্চ নেতার টুইটার অ্যাকাউন্ট স্থগিতের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি’র অ্যাকাউন্ট স্থগিতের কারণ সম্পর্কে টুইটার কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আগামী ১৯ মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনের আগ মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতার টুইটার অ্যাকাউন্ট স্থগিতের খবর আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/