ম্যাক্রোঁর প্রচারণা ভাষণের সময় মঞ্চে পড়ে মৃত্যু ফরাসি এমপির

mp

ফ্রান্স প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁর প্রচারণা র‌্যালিতে ভাষণের সময় ঢলে পড়েন এক ফরাসি এমপি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। শনিবার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে একটি প্রচারণা ক্যাম্পেইনে করিন অ্যাথেল নামের ওই এমপি চূড়ান্ত বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন। কিন্তু সেসময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মঞ্চেই পড়ে যান। এরপর হাসপাতালে নিয়ে গেল তাকে মৃত ঘোষণা করা হয়।

এহরেল ২০০৭ সাল থেকে ব্রিটানির উত্তরাঞ্চলের সংসদ সদস্য। সোশ্যালিস্ট পার্টির সদস্য হলেও ম্যাক্রোঁর ক্যাম্পেইনে যোগ দিয়েছিলেন তিনি। এক টুইটে সেক্রেটারি জেনারেল রিচার্ড ফেরান্ডবলেন, ‘এক বৈঠকেই মারা গেছেন করিন এহরেল, আমরা কাঁদছি। আমরা সত্যিই তাকে মিস করবো।’

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের হাউস স্পিকার ক্লড বার্তুলোনে লিখেছেন, ‘৩০০ জন সমর্থকদের সামনে ভাষণ দিচ্ছিলেন এহরেল। তার মৃত্যুসংবাদ আমাকে শোকাহত করেছে।’

প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ বলেছেন, ২০০৭ সাল থেকে তিনি সংসদ সদস্য। পুরোটা সময় সংসদীয় কাজে ব্যয় করেছেন তিনি। জনগণেরও অনেক কাছে পৌঁছাতে পেরেছিলেন তিনি।

এদিকে ইমেইল হ্যাকিংয়ের কবলে পড়েছেন ম্যাক্রোঁ। ইমেইল হ্যাকিং করে তা অনলাইনে প্রকাশ করার ঘটনায় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শুক্রবার মধ্যরাতে নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার কিছু সময় আগে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রোঁ শিবিরের ওই ইমেইলগুলো ফাঁস করা হয়। ম্যাক্রোঁর প্রচারণা শিবির ওই ইমেইল ফাঁসের নিন্দা জানিয়েছে। ম্যাক্রোঁ শিবিরের দাবি, রবিবারের নির্বাচনে কোণঠাসা করার জন্যই ইমেইল ফাঁস করা হয়েছে।

নির্বাচনি আইন অনুযায়ী, প্রচারণার সময় শেষ হয়ে যাওয়ার পর সংবাদমাধ্যম ও প্রার্থীরা আর কোনও বিবৃতি প্রকাশ করতে পারবে না। এ হ্যাকিংয়ের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ এর দায় স্বীকারও করেনি। 

সূত্র: স্কাই নিউজ

/এমএইচ/