ভারতে নারীসহ সাত বাংলাদেশি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ভারতের কর্ণাটকের বেলাগাভি এলাকা থেকে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক নারীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেক্কান ক্রনিকল জানায়, ফরেনার্স অ্যাক্টের আওতায় ওই ৭ বাংলাদেশির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। পরে তাদের কর্ণাটকের একটি নিম্ন আদালতে তোলা হয়। আদালত ছয়জনকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আর আরেক বাংলাদেশিকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ আলামিন বেপারি (৩০) আব্দুল হাই (৬০) রোহান শেখ (২১) হান্নান সাব্বির (২২) আকিব আলি হোসেন (২০), হাফিজউল্লাহ ইসলাম এবং আনজুম মাধু (৩৭)।

ভারতীয় পুলিশের একজন উপ-কমিশনার জি. রাধিকা জানান, ভারতীয় একটি পাসপোর্ট নিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করার সময় পুনেতে অভিবাসন কর্মকর্তারা আলামিন বেপারি নামের বাংলাদেশিকে আটক করে। তার দেওয়া সূত্র ধরেই পরবর্তীতে বাকি ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর ধরে তারা অটো নগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিল।

রাধিকা বলেন, ‘পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষের ইস্যু করা একটি বৈধ পাসপোর্ট আলামিন বেপারির কাছে ছিল। সেখানে বেপারিকে বেলাগাভির বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে। তবে তিনি কান্নাদা, মারাঠি কিংবা ইংরেজী বলতে পারেন না। তার হিন্দি বলার ধরনও আলাদা। এ নিয়ে অভিবাসন কর্মকর্তাদের মনে সন্দেহ তৈরি হলে তাকে দুবাই যেতে বাধা দেওয়া হয়।’

ডেক্কান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, বেপারির কাছে আধার কার্ড, প্যান কার্ড ও এপিক কার্ডসহ এমন সব কাগজপত্র ছিল, যেগুলো দিয়ে সহজে পাসপোর্ট পাওয়া যায়।

/এফইউ/বিএ/