ইরাকে সামরিক ঘাঁটিতে আইএসের হামলায় নিহত ২

isis-story-fb_647_050717034901

ইরাকে মার্কিন সামরিক কর্মকর্তা থাকা অবস্থায় একটি ঘাটিতে একাধিক আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এতে দুইজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলায় দুই জঙ্গি নিহত হয়। এছাড়া কুর্দিশ পেশমেরগা বাহিনীর হাতে প্রাণ হারায় আরও তিন জঙ্গি। এক কর্মকর্তা জানান, ‘কুর্দিশ পেশমেরগা বাহিনীর পোশাক পড়ে দাড়ি কেটে তারা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে।’

ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস। এক বিবৃতিতে তারা দাবি করেন, তাদের হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

মসুল থেকে ১৪০ কিলোমিটার দূরে কির্কুকে ইরাকি বাহিনী আইএসের সঙ্গে লড়াই করছে। এখনও ওই স্থানের হাউজা এলাকা ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানেই একটি ঘাঁটিতে হামলা চালায় তারা।

/এমএইচ/