সিরিয়ায় রুশ কর্মকর্তার শিরশ্ছেদ করলো আইএস!

raqqa-photo-isil-member-loyal-waves-isil_39c5ee96-3495-11e7-bd82-6d419ba359be

সিরিয়ায় এক রুশ গোয়েন্দা কর্মকর্তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএস। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্সের বরাতে একথা জানায় বার্তা সংস্থা রয়টার্স।

১৯৪৫ সালে নাৎসি বাহিনী বিরুদ্ধে রাশিয়ার জয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর পালনের সময় ১২ মিনিটের ওই ভিডিও প্রকাশ করা হয়। রুশ ভাষার ভিডিওতে দেখা যায় একজন রুশ মরুভূমিতে হাটুগেড়ে বসে আছেন। তিনি অন্যান্য রুশ কর্মকর্তাদেরও আত্মসমর্পণের আহ্বান জানান।

এরপর তার সামনে ছুরি হাতে এক আইএস জঙ্গি এগিয়ে এসে বলে, ‘ এই বোকা লোকটি বিশ্বাস করেছিলো যে তার রাষ্ট্র তাকে ত্যাগ না করার প্রতিশ্রুতি রাখবে। এরপর ছুরি দিয়েই তার শিরশ্ছেদ করা হয়। আইএস দাবি করে ওই ব্যক্তি রুশ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।

ভিডিও নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এফএসবি। পরিচয় জানা যায়নি সেই রুশ কর্মকর্তারও।

সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর রুশ বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৩০ জন রুশ নাগরিক সিরিয়ায় প্রাণ হারিয়েছেন।

/এমএইচ/