সৌদি আরবে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধ

nonameস্থানীয়দের চাকরির সুযোগ করে দিতে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সকালে দেশটির শ্রম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত ঘোষণা করে। আল রিয়াদ অনলাইন নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

শ্রম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, বেসরকারি খাতে চিকিৎসা সেবায় স্থানীয় চিকিৎসকদের আরও অধিক হারে নিয়োগদানকে উৎসাহিত করতে চায় সরকার। এ লক্ষ্যে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসেই সৌদি সরকার ঘোষণা করে, দেশটির নারীদের চাকরি পেতে আর অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। এখন থেকে তারা নিজ সিদ্ধান্তেই চাকরি করতে পারেন। সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ-এর এক রাজকীয় ডিক্রিতে এ নিয়মের কথা জানান।

ডিক্রিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থায় এ সংক্রান্ত রাজকীয় নির্দেশনা জারি করা হয়েছে।

সৌদি আরবের প্রায় ৪০ শতাংশ চাকরি রাজধানী রিয়াদে। এই নগরীতে ২ লাখ ৩ হাজার ৬শ চাকরি রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে এরপরের স্থান মক্কায়। এখানে ১ লাখ ৬ হাজার ৮শ চাকরি রয়েছে, যা ২১ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে পূর্বাঞ্চলীয় প্রদেশ জাযান। এখানে ১১ দশমিক ৪ শতাংশ চাকরি রয়েছে। এই সংখ্যা ৫৬ হাজার ৪শ। এখানে এ ধরনের চাকরি ১৯ শতাংশ বেড়েছে।

/এমপি/