চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, ভবন ধসে নিহত ৮

earthquack

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে বেশকিছু ভবন ধসে পড়েছে। ভবনের নিচে চাপা পড়ে ৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১১ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এই খবর জানিয়েছে। 
শিনহুয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শিনজিয়াং নামের এক প্রত্যন্ত অঞ্চলে এই ভূ-কম্পন অনুভূত হয়।  প্রতিবেদনে বিভিন্ন দালানের ধ্বংসাবশেষ দেখা যায়। 

দেশটির ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, এই ভূ কম্পনের উৎস ছিল প্রত্যন্ত ট্যাক্সোকোরগান এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।  আর গভীরতা ছিল ৮ কিলোমিটার। 

ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে শিনহুয়ার প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। 

সূত্র: রয়টার্স

/এমএইচ/বিএ/