বিচারপতি কারনানকে খুঁজে পাচ্ছে না কলকাতা পুলিশ!

বিচারপতি কারনানসর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানকে দ্রুত গ্রেফতারের আদেশ দিলেও এখনও তাকে গ্রেফতার করা যায়নি। কলকাতা পুলিশের দাবি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে প্রধান বিচারপতিসহ আট বিচারপতির বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। এক দিনের মাথায় মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগে বিচারপতি সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তাকে দ্রুত গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়ারও আদেশ দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের সাজা ঘোষণার কয়েক ঘণ্টা আগে চেন্নাই চলে যান কারনান। রাজ্যের একটি গেস্ট হাউসে থাকার পর তার বিল পরিশোধ না করেই নাকি বের হয়ে যান তিনি। পাশ্ববর্তী এলাকা অন্ধ্র প্রদেশের শ্রিকালাহাসতির একটি মন্দির পরিদর্শনের কথা ছিল তার। তবে কারনান ঠিক কোথায় ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

কারনানের ঘনিষ্ঠদের বক্তব্যকে উদ্ধৃত করে এনডিটিভি আরও জানায়, প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে চান কারনান। আবার কেউ কেউ বলছেন, সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে চান তিনি।

চলতি বছরের প্রথমদিকে, কারনান সুপ্রিম কোর্টের ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। সুপ্রিম কোর্টের সঙ্গে কারনানের সংঘাতের সেই শুরু। এরপর তফসিলি জাতিভুক্ত হওয়ায় তার বিরুদ্ধে বৈষম্য হচ্ছে বলে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন কারনান। সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ করায় প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চের রায়ে তাকে বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

৩১ মার্চ প্রধান বিচারপতি কারনানেরর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন। গত ৪ মে সুপ্রিম কোর্টের নির্দেশে চার সদস্যের একটি মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করতে এলে তিনি তা করাতে অস্বীকার করেন। ৮ মে-র মধ্যে সেই পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ থাকলেও সোমবার উল্টো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ মোট ৮ বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেন কারনান। তবে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, গত ৮ ফেব্রুয়ারির পর কারনানের দেওয়া সব নির্দেশ গুরুত্বহীন। বুধবার উল্টো আদলত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেই তাকে ছয় মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 

/এফইউ/বিএ/