মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত থামবে না: এফবিআই

এন্ড্রু ম্যাককেইবমার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক জেমস কোমি বরখাস্ত হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাবে এফবিআই। কোমির সাবেক সহকারি ও এখনকার ভারপ্রাপ্ত পরিচালক এন্ড্রু ম্যাককেইব আশা প্রকাশ করেছেন, রাশিয়া কর্তৃক মার্কিন নির্বাচন প্রভাবিত করার ওই অভিযোগ তদন্তে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবে মার্কিন প্রশাসন।

মার্কিন সিনেটের তদন্ত কমিটির এক শুনানিতে দেওয়া বক্তব্যে ম্যাককেইব এসব কথা বলেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।   

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস এবং ট্রাম্প প্রশাসনে রুশ সংযোগ নিয়ে তদন্ত করছিলেন কোমি। নিন্দুকরা বলছেন, রুশ সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণ হওয়ার ভয়েই ট্রাম্প তাকে বরখাস্ত করেছেন।

হোয়াইট হাউসের দাবি, কোমির প্রতি এফবিআই-এর কোনও আস্থা নেই। অথচ ম্যাককেইব জানান, কোমির প্রতি এফবিআই-এর নিশ্চিত সমর্থন ছিল। আর এখনও সে সমর্থন আছে।  হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স রুশ তদন্তকে এফবিআই-এর বড় কাজের পরিধির এক ছোট অংশ মাত্র। অথচ ম্যাককেইব জানান, এ তদন্তটি খুবই তাৎপর্যপূর্ণ।

তদন্তের অগ্রগতি ও রুশ হস্তক্ষেপে  ট্রাম্পের সংযুক্তি রয়েছে কিনা, সিনেটরদের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে ম্যাককেইব বলেছেন, তিনি তদন্তের বিষয়ে হোয়াইট হাউস বা সিনেটকে কিছুই জানাবেন না। তদন্তাধীন বিষয়ে কোনও কথা বলবেন না, সাফ জানিয়ে দেন ম্যেককেইব।

এদিকে, কোমির বরখাস্ত হওয়া এবং নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বা আমার শিবিরের সঙ্গে রুশদের কোনও আঁতাত নেই।’

ট্রাম্প আরও বলেন, ‘রাশিয়া নিয়ে আমার কিছুই করার নাই। রাশিয়ায় আমার কোনও বিনিয়োগ নেই। রাশিয়ায় কোনও সম্পত্তিও নেই আমার। আমি কোনোভাবেই রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নই।’ সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘রুশ-ট্রাম্প আঁতাতের অভিযোগ হলো এক ভ্রান্ত চিন্তা।’

তবে ওই সাক্ষাৎকারে এফবিআই-এর তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প। এমনকি তদন্তে দ্রুত অগ্রগতির হোক, এমন আকাঙ্ক্ষাও জানান ট্রাম্প।

কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’ মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস।

/এসএ/বিএ/