অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে হস্তান্তর করবে তুরস্ক

নেইল প্রকাশঅস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নেইল প্রকাশকে তুরস্ক হস্তান্তর করবে। কয়েক মাসের মধ্যেই এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলীয় প্রেসিডেন্ট ম্যালকম টার্নবুল। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি সংগ্রহকারী প্রকাশ গত বছর তুরস্কে গ্রেফতার হয়। এর পর থেকেই সেখানকার কারাগারে রয়েছে প্রকাশ।

এর আগে গত বছর অস্ট্রেলিয়া ভুলবশত জানিয়েছিল, প্রকাশ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে। মেলবোর্নের বাসিন্দা প্রকাশকে অস্ট্রেলিয়ায় বিচারের মুখোমুখি হতে হবে বলে টার্নবুল জানিয়েছেন।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নেটওয়ার্ককে তিনি বলেন, ‘তুরস্কের সঙ্গে আমাদের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। এছাড়া তাকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ায় বিচারের মুখোমুখি করা যাবে না।’

জানা গেছে, প্রকাশের বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাস-বিরোধী ধারায় মামলা চলবে।

২০১৩ সালে প্রকাশ সিরিয়ার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করে। তার আইএসের দেওয়া নাম আবু খালেদ আল-কম্বোডি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সে সিডনি ও মেলবোর্নে গাড়ি ও ছুরি ব্যবহার করে ব্যক্তিগত জঙ্গি হামলা বা ‘লোন উলফ’ হামলা চালানোর আহ্বান জানিয়েছিল।

/এসএ/