সাইবার হামলার শিকার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০০০ কম্পিউটার

বিশ্বব্যাপী সাইবার হামলাবিশ্বব্যাপী চালানো এবারের সাইবার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি রাশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় এক হাজার কম্পিউটার আক্রান্ত হয়েছে। সাইবার হামলায় রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ আক্রান্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা অ্যাভাস্ট জানিয়েছে, ৯৯টি দেশে অন্তত ৭৫ হাজার কম্পিউটারে সাইবার হামলা চালানো হয়। যার মধ্যে বেশিরভাগ হামলাই চালানো হয় রাশিয়া, ইউক্রেন ও তাইওয়ানে।

আরেক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা সিম্যানটেকের গবেষক বিক্রম ঠাকুর জানান, এবারের হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো খুব একটা আক্রান্ত হয়নি। আক্রমণের মূল লক্ষ্য ছিল ইউরোপ।   

শুক্রবার রাশিয়ার স্বরাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়সহ দেশটির সবচেয়ে বড় ব্যাংক, সেরব্যাংক সাইবার হামলার শিকার হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কম্পিউটার সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। তবে এ হামলায় তাদের গোপন কোনও তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা তা জানানো হয়নি ওই বিবৃতিতে।   

দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার নিরাপত্তা জোরদার থাকায় ভাইরাস ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করতে পারেনি।

এবারের সাইবার হামলায় সবচেয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে ব্রিটেনের স্বাস্থ্য সেবা। প্রায় প্রতিটা হাসপাতালের কম্পিউটার, প্রিন্টার হামলার শিকার হয়। সাইবার হামলার পর দেশটির হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে রাখতে হয়। আন্তর্জাতিক পণ্য পরিবহন প্রতিষ্ঠান ফেডএক্স কর্পোরেশনও মারাত্মকভাবে সাইবার হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে তারা দ্রুত এ সমস্যা কাটিয়ে উঠার কথা জানিয়েছে।   

এই র‍্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণে কম্পিউটার লক (অচল) হয়ে যায় এবং মনিটরে একটি বার্তা ভেসে উঠে। এতে কম্পিউটার চালানোর জন্য ৩০০ থেকে ৬০০ ডলার চাঁদা দাবি করা হয়। অনলাইন মুদ্রা ব্যবস্থা বিটকয়েনে এই মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হয়।

উল্লেখ্য, ‘র‍্যানসমওয়্যার’ হলো এমন এক ধরণের ম্যালওয়ার বা ভাইরাস, যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে দেয়। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেওয়ার জন্য মুক্তিপণ বা অর্থ দাবি করা হয়। ‘ট্রোজান’ ভাইরাসের মতোই এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

/এসএ/