পাকিস্তানের গোয়াদারে বন্দুকধারীর হামলায় ১০ শ্রমিক নিহত

হামলায় ১০ শ্রমিক নিহত হয়পাকিস্তানের বেলুচিস্তানে গোয়াদার জেলার একটি নির্মাণাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১০ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৩ মে) ওই শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা।
বেলুচিস্তানের আধা-সামরিক বাহিনী লেভিসকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে ছিল। গদারে পিশগান এলাকার একটি সড়কে তারা মোটর সাইকেল থেকেই শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সেসময় ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আর আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রাণ হারান দুইজন।
লেভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জারিফ বলেন, ‘সকল শ্রমিককে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।’
ডনের প্রতিবেদনে বলা হয়, একই সড়কে তিন কিলোমিটার দূরত্বের দুটি ভিন্ন নির্মাণাধীন এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতিও ডন নিউজের কাছে নিহতের সংখ্যা্ নিশ্চিত করেছেন। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না।’
নিহত শ্রমিকরা সিন্ধু প্রদেশের নাউশাহরো ফিরোজি এলাকার বাসিন্দা। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ডন।
/এফইউ/