ফরাসি প্রধানমন্ত্রী নিয়োগ পাচ্ছেন সোমবার, মঙ্গলবার সরকার গঠন

ম্যাখোঁশপথগ্রহণের একদিন পর সোমবারই (১৫ মে) ফ্রান্সের প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১৬ মে) গঠিত হবে নতুন সরকার।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রবিবার (১৪ মে) নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শপথ। এদিন তার কাছে বিদায়ী ফ্রাসোঁয়া ওলাঁদের আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের দিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহটি খুব ব্যস্ত থাকবেন  ম্যাখোঁ। সোমবারই তার জার্মানি সফরের দিন। এদিন বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে কথা বলবেন তিনি।
ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স প্রধানমন্ত্রীর নিয়োগ এবং নতুন সরকার গঠনের দিনক্ষণ জানিয়েছে।
নির্বাচনি প্রচারণায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়েই ফ্রান্সকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন ম্যাক্রোঁ। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ফ্রান্সের রাজনীতিতে বাম ও ডানপন্থী রাজনৈতিক প্রধান দু’টি ধারার বাইরে ১৯৫৮ সালের পর ম্যাখোঁই প্রথম ব্যক্তি, যিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
/এফইউ/বিএ/