পাপুয়া নিউগিনিতে কারাগার থেকে পালাতে গিয়ে ১৭ বন্দি নিহত

1494814373757

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে কারাগার থেকে পালানোর সময় কারারক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৭ বন্দি। গুলি উপেক্ষা করে ৫৭ জন বন্দি পালাতে সক্ষম হলেও  আটকা পড়ে তিনজন। পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির দ্বিতীয় বৃহত্তম কারাগার লাই থেকে বন্দি পলায়নের এ ঘটনা সংঘটিত হয়। এর আগেও এ কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলো বন্দিরা।

দেশটির পুলিশ কর্মকর্তা অ্যান্থনি ওয়াগামবি বলেন, পালিয়ে যাওয়া অনেকেই গুরুতর অপরাধ করে বন্দি ছিলেন এবং অনেকেই বিচারের অপেক্ষায় ছিলেন। গত বছর অস্ত্র চোরচালান, গাড়ি চুরির অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছিল।

তিনি পলাতক আসামিদেরকে স্থানীয় নেতা, গির্জার পাদ্রী কিংবা পরিবারের কাছে আত্মসমর্পন করতে বলেন। সেখান থেকে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়।

দেশটির কারাগারে প্রায় সময়ই অতিরিক্ত বন্দি থাকে। সেখানকার অবস্থাও তাই খুবই করুণ। ২০১৬ সালেও একবার মূল দরজা ভেঙে ৭০ জন বন্দি পালিয়ে যায়। গুলিতে প্রাণ হারায় অন্তত ১১ জন।  এর আগের বছর একই ভাবে পালিযে যায় ৫০ বন্দি।

/এমএইচ/