স্যান ম্যারিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে বাংলাদেশ

hasina-cabinet-for-story_647_051517103447

ইউরোপীয় দেশ স্যান ম্যারিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার মন্ত্রিসভায় এই খসড়া চু্ক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় খসড়া চুক্তিটি অনুমোদন পেয়েছে। শফিউফল আলম বলেন, জাতিসংঘ সদস্য হিসেবে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। তবে তাদের সংবিধান অনুযায়ী সম্পর্ক হবে আনুষ্ঠানিক ও দ্বিপক্ষীয়।’ এছাড়া বাংলাদেশে স্যান ম্যারিনো দূতাবাস খোলারও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

ইতালির কাছে ছোট্ট দ্বীপ দেশ সান ম্যারিনো ১৯৯২ সালে জাতিসংঘের সদস্যপদ পায়। দেশটির আয়তন  ৬১ দশমিক ২ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ৩০ হাজার।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এমএইচ/