মেক্সিকোর মাদকবিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

জেভিয়ার ভালদেজমেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়াতে হাভিয়ার ভালদেজ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুলিকান শহরে হাভিয়ারের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি ছুড়লে প্রাণ হারান তিনি। এ নিয়ে চলতি বছর মেক্সিকোতে পাঁচ সাংবাদিক হত্যার শিকার হলেন। রিয়োডোস ওয়েবসাইটে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, নিহত সাংবাদিক ভালদেজের বয়স ৫০ বছর। মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদন তৈরি করে ২০১১ সালে সিপিজের ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। গত বছর নিজের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হাভিয়ার বলেছিলেন, ‘সাংবাদিক হওয়ার মানে হলো ব্ল্যাকলিস্টে নাম ওঠা। বুলেট প্রুফ পোশাক কিংবা দেহরক্ষী যাই থাকুক না কেন সন্ত্রাসীরা হত্যার দিনটিকে ঠিকই বেছে নিতে পারে।

প্রায় তিন দশকের ক্যারিয়ার জীবনে মেক্সিকোর মাদক চোরাচালান ও পরিকল্পিত অপরাধ নিয়ে ব্যাপক কাজ করেছেন হাভিয়ার।  

/এফইউ/